Thursday, June 4, 2020
মুক্তিলাভের সহজ পদ্ধতি ·
জয় নিতাই
পানিহাটি চিড়া-দধি মহোৎসব ❤
আজ ০৪ জুন বৃহস্পতিবার পানিহাটি চিড়া-দধি তথা রঘুনাথ দন্ড-মহোৎসব-----
কলিযুগের যুগাবতার শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রীমন নিত্যানন্দ প্রভু এই ধরাধামে অনেক দিব্যলীলার দ্বারা বদ্ধ জীবদের ভগবৎ প্রেম ও ভক্তি দান করে তাদের উদ্ধার করে গেছেন। সেরকমই একটি লীলা হলো 'পানিহাটি, রঘুনাথ দণ্ড বা চিড়া-দধি মহোৎসব '।।
রঘুনাথ দাস গোস্বামী ছিলেন জমিদার পরিবারের
একমাত্র ছেলে। তাদের অনেক বিষয় সম্পত্তি ছিল। তার স্ত্রী ছিলেন পরম সুন্দরী। কিন্তু তাঁর এই জাগতিক ভোগ বিলাসে মন ছিল না। তিনি এসব ছেড়ে মহাপ্রভুর চরণে কৃষ্ণভক্তি প্রেমলাভ করতে চাইলেন। তার পিতা অনেক চেষ্টা করেও ছেলেকে সংসারে রাখতে পারলেন না। তখন রঘুনাথ গোস্বামী মহাপ্রভুর সাথে সাক্ষাতের চেষ্টা করে ব্যার্থ হলেন। একদিন তিনি জানলেন পানিহাটিতে রাঘব পন্ডিতের বাড়িতে শ্রী নিত্যানন্দ প্রভু উপস্থিত হয়ে অনেক ভক্তদের নিয়ে কীর্তন করছেন। তাই তিনিও গঙ্গার তীরে পানিহাটি গ্রামে এসে হাজির হলেন। সেদিন শ্রী নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে একটি বট গাছের নিচে অনেক ভক্তদের সাথে কীর্তন করছিলেন। রঘুনাথ দাস গোস্বামী দূরে দাড়িয়ে ছিলেন এবং দেখছিলেন। তখন শ্রী নিত্যানন্দ প্রভু ওনাকে ডাকলেন। রঘুনাথ মাটিতে শুয়ে প্রনাম করে প্রভুর চরণে স্থান পাওয়ার প্রার্থনা করলেন। শ্রী নিত্যানন্দ প্রভু তার পা রঘুনাথের মাথায় রেখে তাকে উদ্ধার করেন। শ্রী নিত্যানন্দ প্রভু কৌতুক করে বলেন ,যেহেতু রঘুনাথ পালিয়ে পালিয়ে সরাসরি মহাপ্রভুর চরণ আশ্রয় চাইছিলেন তাই তিনি শ্রী নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করেছেন এবং তার জন্য তাকে দণ্ড পেতে হবে।
শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন।
আয় আয় আজি তোরে করিমু দন্ডন।।
তিনি বলেন এখুনি এখানে যত ভক্ত আছে সবার জন্য চিড়া দই মিষ্টি ফল ইত্যাদি এনে একটা উৎসব করতে হবে। সেই মতো সমস্ত জিনিস এনে সব ভক্তদের প্রসাদ বিলি করা হয়। এটাই তুমার দন্ড। শ্রী নিত্যানন্দ প্রভু ধ্যানের দ্বারা মহাপ্রভুকে সেইস্থানে আনেন ও চিড়া দধি নিবেদন করেন। সেদিন আশেপাশের দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন গঙ্গায় স্নান করে কীর্তন করে শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত হন।
আজও পানিহাটিতে সেই বট গাছের নিচে নির্জলা একাদশীর একদিন পর সেই উৎসব হয়ে আসছে।
সমস্ত বৈষ্ণব সম্প্রদায় এই তিথিতে উৎসবে মেতে ওঠে।
এই উৎসব 'দণ্ড মহোৎসব' নামেও পরিচিত।,🙏👣
পরমদয়াল শ্রীমন্নিত্যানন্দ,প্রভু কি?? জয়,,👣💐🙏,, পতিতপাবন ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি?? জয়🌹👣🙏
"হরেকৃষ্ণ"
Subscribe to:
Comments (Atom)